খুলনায় মাঝ রাতের স্বস্তির বৃস্টি|| খুলনার খবর২৪
(ছবি সংগৃহিত) |
গতকাল খুলনার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬.৮ডিগ্রি সেলসিয়াস।এর ফলে শিশুরা সহ রোজাদারদের জন্য বেশ কষ্টদায়ক হয়ে উঠেছিল এই তাপাদাহ। গতরাতের বৃষ্টিতে তা থেকে মুক্তি পায় মানুষ। এছাড়া বৃদ্ধ ও কর্মজীবী মানুষের জন্যও এই গরম ছিল বেশ ভোগান্তির।
গত রাতের বৃস্টির ও ঝড়ো বাতাসের অগ্রিম কোন বার্তায় আবহাওয়া অফিস দিতে পারে নাই।অনেকেই বৃস্টির আশায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
No comments
please do not enter any spam link in the comment box.