Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    ট্রাফিক পক্ষ ২০১৯।শহরকে সুন্দরভাবে সাজানোর লক্ষে

    (সংগৃহিত)
    ট্রাফিক পক্ষ -২০১৯ শুরু হয়েছে।চলবে ১৬ই এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত।
    খুলনার খবরঃ
    সড়কে নৈরাজ্য বন্ধ ও জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণে আবারও দেশব্যাপী পালিত হচ্ছে ‘ট্রাফিক পক্ষ’। ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার লক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে কেএমপি।

    কর্মসূচিগুলো হলো
    ১। ব্যাটারিচালিত রিকশাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।
    ২। বয়রা মহিলা কলেজ মোড় থেকে জোড়া গেট,শিববাড়ি থেকে ডাকবাংলো হয়ে নূর অপটিকস মোড় পর্যন্ত রাস্তা ইজিবাইক,ব্যাটারি চালিত রিকশামুক্ত করা
    ৩। রাস্তায় লেন মেনে প্রতিটি গাড়ির চলাচল নিশ্চিত করা
    ৪। ফুটপাত দখলমুক্ত করা
    ৫। নির্দিষ্ট পার্কিং এলাকা নির্ধারণ করা
    ৬। ফিটনেস ও রুটপারমিট বিহীন গাড়ি যাতে চলাচল না করতে পারে তা শতভাগ নিশ্চিত করা।
    ৭। ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন ও ইন্সুরেন্স নিশ্চিত করা
    ৮। মহাসড়কে ইজিবাইক, থ্রি-হুইলার, ভটভটি, লেগুনা ও অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করা
    ৯। নিরাপদ সড়ক ব্যবস্থাপনার জন্য গার্লস গাইড, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট ও কমিউনিটি পুলিশিং এর সদস্যদের সম্পৃক্ত করা
    ১০।  শহরের প্রতিটি মসজিদে  জুমার নামাজের আগে ট্রাফিক আইন মানার ব্যাপারে মুসল্লিদের সচেতন করা
    ১১। পরিবহন মালিক ও শ্রমিকদের যথাযথ আইন মেনে গাড়ি চালাতে উৎসাহিত করা
    ১২। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা করা।


    মঙ্গলবার ট্রাফিক পক্ষ-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কর্মসূচির ঘোষণা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির (পিপিএম)। এর আগে পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বাইতুন নূর জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে খুলনা-যশোর মহাসড়ক হয়ে শিববাড়ি মোড় পাবলিক হলের সামনে এসে শেষ হয়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad