Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    বিশ্ব ইজতেমা ৪ দিনের বদলে ৬ দিন

    ছবিঃসংগৃহিত

    মাওলানা সাদ ইজতেমায় অংশগ্রহন করছেন না

    খুলনার খবরঃ
    বিশ্ব ইজতেমা নিয়ে অনেক নাটকীয়তার পরও দুই গ্রুপকে মেলানো যায়নি। আলাদাভাবেই ইজতেমায় অংশ নিচ্ছে তারা। সরকার দুই পক্ষকে দুই দিন করে মোট চার দিন সময় দিলেও নিজেরা আগে পিছে আরো একদিন করে বাড়িয়ে মোট ছয় দিন ইজতেমা করার প্রস্তুতি নিচ্ছে। প্রথমে মাওলানা সাদ কান্দলভি বিরোধীরা ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি এবং ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সাদপন্থীরা ইজতেমা পরিচালনা করবেন। গতবারের মতো এবারো মাওলানা সাদ ইজতেমায় অংশ নিচ্ছেন না। তার পরিবর্তে দেশের মুরব্বিরাই দুই পর্বের আখেরি মুনাজাত করবেন। 

    গত ১ ডিসেম্বর টঙ্গীতে তাবলিগের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই জন মারা যান। আহত হন আরো অনেকে। এতে অনেক আগে থেকেই চলে আসা দ্বন্দ্ব আরো প্রকট হয়। দুই পক্ষ পৃথকভাবে ইজতেমা করার তারিখ ঘোষণা করে। ফলে প্রতি বছর জানুয়ারিতে বিশ্ব ইজতেমা আয়োজন করলেও এবার অনিশ্চয়তা তৈরি হয়। এ সঙ্কট কাটিয়ে উঠতে ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি টিম ভারতের দেওবন্দ যাওয়ার সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত যায়নি। এরপর স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ে তাবলিগের দুই গ্রুপকে নিয়ে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতি বছর দুই দফায় তিন দিন করে মোট ছয় দিন ইজতেমা অনুষ্ঠিত হয়ে এলেও এবার সবাইকে নিয়ে এক পর্বে মাত্র তিনদিন ইজতেমা করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়। তবে দোয়া পরিচালনা নিয়ে সিদ্ধান্তহীনতার কারণে ইজতেমার সময় একদিন বাড়িয়ে ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিন ইজতেমা করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

    ছবিঃসংগৃহিত
    এ ক্ষেত্রে একসাথে দুই গ্রুপের ইজতেমা করার কথা থাকলেও এবার পৃথকভাবে দুই দিন করে দুই গ্রুপের ইজতেমা করার সিদ্ধান্ত নেয় সরকার। মোট ১০টি শর্তে প্রথমে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি সাদবিরোধী এবং ১৭ ও ১৮ ফেব্রুয়ারি সাদপন্থীদের জন্য ইজতেমার দিন নির্ধারিত হয়। এ শর্তানুসারে সাদবিরোধীরা ইজতেমার মাঠ প্রস্তুত করবেন। তারা ১৬ ফেব্রুয়ারি মাগরিবের আগে মুনাজাতের মধ্য দিয়ে চলে যাবেন। ১৭ ফেব্রুয়ারি ফজর নামাজের পর সাদপন্থীরা মাঠে প্রবেশ করবেন। সাদবিরোধী বিদেশীরা তাদের ইজতেমা শেষে আশকোনা হজ ক্যাম্পে অবস্থান করবেন। ভারতের মাওলানা সাদ, আহমদ লাট ও ইব্রাহিম দেওলা কেউই ইজতেমায় অংশ নেবেন না।

    ছবিঃসংগৃহিত
    এসব শর্তের পরও তাবলিগের দুই গ্রুপ তাদের দুই দিনের সাথে একদিন করে বাড়িয়ে তিনদিন করে ইজতেমা করার প্রস্তুতি নিচ্ছেন। গত ১০ ফেব্রুয়ারি বেফাকের শীর্ষ ওলামায়ে কেরামের এক বৈঠকে ১৪ ফেব্রুয়ারি থেকেই ইজতেমা শুরু করার ঘোষণা দেয়া হয় এবং সে অনুসারে তাদের অনুসারীদের মাঠে আসার আহবান জানানো হয়। এই পক্ষটি মূলত মাওলানা সাদবিরোধী হিসেবে পরিচিত। গতকাল আরেক বিবৃতিতে বেফাক সভাপতি আল্লামা শাহ আহমদ শফী আগামী ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ইজতেমার তারিখ নির্ধারিত হয়েছে জানিয়ে এই ইজতেমায় সারা দেশের আলেম-ওলামা, ছাত্র-জনতা এবং তাবলিগের সাধারণ সাথীদের ব্যাপকভাবে অংশগ্রহণের আহবান জানিয়েছেন। ১৬ ফেব্রুয়ারি দুপুরে তারা আখেরি মুনাজাত করবেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad