Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    একুশে পদক ২০১৯

    আজমখান,সুবীরনন্দী,সুবর্ণা মুস্তাফা সহ আরো ২১ জন পাবেন একুশে পদক।


    খুলনার খবরঃ
    কণ্ঠশিল্পী সুবীর নন্দী, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, সাংবাদিক মইনুল আহসান সাবেরসহ ২১ জনকে চলতি বছরের একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে। পদকপ্রাপ্তদের মধ্যে আছেন বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতের গুরু হিসেবে পরিচিত আজম খানও। তাকে দেওয়া হচ্ছে মরণোত্তর পুরস্কার।


    বুধবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে।
    এতে জানানো হয়, আগামী ২০ ফেব্রয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে একুশে পদক তুলে দেবেন।
    ভাষা আন্দোলনে অবদান রাখায় এবাদ পদক পাচ্ছেন অধ্যাপক হালিমা খাতুন (মরণোত্তর), গোলাম আরিফ টিপু, মনোয়ারা ইসলাম।
    সঙ্গীতে পুরষ্কৃত হচ্ছেন সুবীর নন্দী ও ব্যান্ডগুরু আজম খান (মরণোত্তর) এবং নজরুল গীতির শিল্পী খায়রুল আনাম শাকিল।
    অভিনয়ে পুরষ্কৃত হচ্ছেন লাকী ইনাম, সুবর্ণা মুস্তফা ও লিয়াকত আলী লাকী।
    আলোকচিত্রের জন্য পদক পাচ্ছেন সাইদা খানম, চারুকলায় পদক পাচ্ছেন জামাল উদ্দিন আহমেদ।
    মুক্তিযুদ্ধে অবদান রাখায় পুরস্কার পাচ্ছেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। গবেষণায় বিশ^জিৎ ঘোষ ও মাহবুবুল হক।
    শিক্ষায় অবদানের জন্য পদক পাচ্ছেন প্রণব কুমার বড়ুয়া, ভাষা ও সাহিত্যে রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের এবং হরিশংকর জলদাস।
    পদক প্রাপ্তরা একটি সনদ, স্বর্ণের মেডাল এবং নগদ টাকা পাবেন পুরস্কার হিসেবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad