পহেলা আষাঢ় স্বস্তির সাধ
(স্যাটেলাইট সংগৃহিত) |
সরেজমিনে দেখা যায়, তাপদাহে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে নিম্নবিত্ত ও শ্রমজীবি মানুষ। সূর্যের প্রখর তাপে গরমের ভয়ে ঘর থেকে বের হচ্ছেনা অনেকেই। কেউ কেউ একটু আরামের জন্য বেছে নিয়েছে গাছতলা,উচু ইমারতের ছায়ায়, বাড়ির পাশের পুকুরে। আর শ্রমিকরা কাজের ফাঁকে স্যালাইন যুক্ত পানি,লেবুর সরবত পান করছেন।
কয়েকজনের কাছে জিগ্যেস করে জানতে পারি তীব্র গরমে কোন কাজে মন বসছেনা, খালি গাঁয়ে থাকতে ইচ্ছে, ঘামে শরিরের চুলকানি হচ্ছে।এলাকার ভ্যান চালক শহিদ জানায়, গরমের কারনে এমনিতেই অবস্থা খুবই খারাপ, তারপর যাত্রীও পাচ্ছিনা। রোদের ভয়ে সবাই অটো রিকশায় চলাচল করছে, এমন হলে পরিবার নিয়ে দুর্ভোগে পড়তে হবে।
আজ ১লা আষাঢ়। আষাঢ় মাসের প্রথমদিন আবাহাওয়া অনেকটাই ঠান্ডা ।এবং সকাল থেকেই ঘন্টায় ৬ থেকে ১১ কিঃমিঃ বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।সকলের আশা যেনো এক পশলা বৃস্টির।
No comments
please do not enter any spam link in the comment box.