২০১৯ ক্রিকেট বিশ্বকাপের কিছু নিয়ম
খুলনার খবরঃ এবারের ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে ইংল্যান্ডে।এবং ইংল্যান্ডের আবহাওয়ায় কখনো খুব বৃস্টি এবং পাশাপাশি শীতও আছে।আর এই সব বিষয় মাথায় রেখে এবার আইসিসি নতুন নিয়ম করেছে।
১. ১ম রাউন্ডের যে কোন ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে, অংশ নেয়া দুই দলই পয়েন্ট ভাগাভাগি করবে। দুই দলই একটি করে পয়েন্ট পাবে। কারণ ১ম পর্বের খেলার জন্য কোন বাড়তি দিন(রিজার্ভ ডে) রাখা হয়নি।
২. বিশ্বকাপের ১ম পর্বের কোন ম্যাচ টাই হয় তবুও অংশ নেয়া দুই দলই পয়েন্ট ভাগাভাগি করবে। এখানে কোন সুপার ওভার থাকবে না।
৩. ১ম পর্বে সুপার ওভার না থাকলেও, সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচে সুপার ওভার থাকছে।
৪. ১ম পর্ব শেষে পয়েন্ট সমান হলে, সেমিফাইনালে উঠতে ওই দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি জয় পেয়েছে কোন দল, সেটি দেখা হবে।
যদি জয়ও সমান হয়,তবে নেট রান রেটে এগিয়ে থাকা দল পরবর্তী রাউন্ডে যাবার টিকিট পাবে।
নেট রান রেটও যদি সমান হয়,তবে ১ম পর্বে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকা দলই পরবর্তী রাউন্ডে উর্ত্তীন হবে।
আবার সেখানেও সমান হলে টুর্নামেন্ট শুরুর আগে আইসিসির ঘোষিত দলগুলোর (ranking) অনুযায়ী অবস্থান নির্ধারণ করা হবে।
৬. রিজার্ভ ডে’তেও সেমিফাইনালের খেলা বৃষ্টিতে না হলে, ১ম পর্বের খেলায় পয়েন্টে এগিয়ে থাকা দল ফাইনালে যাবে।
৭. ফাইনাল খেলা বৃষ্টিতে ভেসে গেলে, রিজার্ভ ডে’তে। রিজার্ভ ডে’তেও খেলা না হলে শেষ পর্যন্ত দুই ফাইনালিস্ট ট্রফি ভাগাভাগি করে নিবে।
No comments
please do not enter any spam link in the comment box.